বাংলাদেশ
এই একটি কথা
বলার জন্য দীর্ঘ নয় মাস
যুদ্ধ করতে হয়েছে।
বাংলাদেশ
এই একটি কথা
লেখার জন্য ত্রিশ লক্ষ মানুষকে
তাজা রক্ত দিতে হয়েছে।
বাংলাদেশ
এই একটি কথা
শোনার জন্য হাজার মা-বোনকে
তাদের সম্মান হারাতে হয়েছে।
বাংলাদেশ
এই একটি কথা
ভাবার জন্য শত শত বুদ্ধিজীবীদের
নৃসংস ভাবে মরতে হয়েছে।
শুধু তাই নয়
বাংলাদেশ
এই একটি কথা
চাওয়ার জন্য অগুন্তি দেশ প্রেমিকদের
বন্দী হতে হয়েছে।
তারপর এই
বাংলাদেশ।
এই একটি কথা
যত সহজে বলা যায় আজ
এতটা সহজ ছিল না সেদিন।
যেদিন প্রাণ দিয়েছে লাখ বাঙালী
বন্দী হয়েছে শত শত দেশি
সম্মান হারিয়েছে হাজার নারী
এতিম হয়েছে দুধের শিশু
শূন্য হয়েছে শত লাখ মার কোল
নিঃস হয়েছে বৃদ্ধ বাবারা।
তারপর এই
বাংলাদেশ।
এই একটি কথা
আজ যত সহজ হয়ে গেছে
তা সেদিন ছিল মৃত্যুর চেয়েও ভয়ংকর।
বাংলাদেশ
এই একটি কথা।