লক্ষ তারার মাঝে যেন
তুমি আমার একটি মাত্র চাঁদ,
হাজার প্রহরে কাঁটা রাতের পর
তুমি আমার সেই দীপ্তিময় প্রভাত।
শরৎ এর মিষ্টি গন্ধে ভরা
তুমি আমার শিউলি ফুলের মালা,
বর্ষায় বয়ে নিয়ে যায় যেমন
তুমি আমার জীবন সমুদ্রের ভেলা।
হাজার রঙের মাঝে
তুমি আমার রঙধনু সাত রঙে আঁকা,
পড়ন্ত বিকেলের সেই প্রহরের মত
তুমি আমার ভালোবাসার স্মৃতি দিয়ে মাখা।
রাতের আঁধারে দেখা
তুমি আমার আলোময় জোঁনাকি,
শীতের কুয়াশায় হঠাৎই যেমন উঁকি দিয়ে জাগায় উচ্ছ্বাস
তুমি আমার রোদেলা দুপুরের ঠিক সেই শশী।
আমার হৃদয়ে থাকা
তুমি আমার সর্বক্ষনের সুখময় স্মৃতি,
ছেড়ে যেও না কভু আমায়,
তুমি আমার এ জীবনের একমাত্র
ভালোবাসার প্রীতি।