তুই কি আমার গল্প হবি?
মনের পাতায় মিশে রবি?
যে গল্পের নেই যে শুরু,
থাকবে না যে শেষ।
তুই কি রাতের তারা হবি?
অন্ধকারেও আলো দিবি?
ভুল ঠিকানায় থমকে গেলে,
তুই আমাকে পথ চেনাবি।
তুই কি আমার স্বপ্ন হবি?
মেঘের মতো ভেসে রবি?
যে স্বপ্ন ভেঙে গেলেও,
চোখে ভাসবে তোরই ছবি।
তুই কি আমার সময় হবি?
ছায়া হয়ে পাশে রবি?
যে সময় গড়িয়ে গেলেও,
স্মৃতির মাঝে বেঁচে রবি।
তুই কি আমার নিঃশ্বাস হবি?
হৃদ-মাঝারে মিশে রবি?
যে নিঃশ্বাস ফুরিয়ে গেলে,
আটকে যাবে জীবন চাবি।