তোমার হাসির প্রতিধ্বনি,
কানে বাজে, শব্দের মতো।
তবে কেন তোমার উপস্থিতি,
হয় অদৃশ্য, চলে যায় অনেক দূর!
তোমাকে না চাওয়ার সাহস,
কোনো এক কোণে নিভে যায়।
কিন্তু আমি কি পারি তোমায় ভুলতে?
অথচ চাই দূরে সরে যেতে।
তোমার স্মৃতি আমার সাথী,
প্রতিটি শ্বাসে তোমার ছোঁয়া।
হারানোর ভয় যেন পাহাড় হয়ে,
ঘনীভূত হয় বুকের মাঝে!
তবে তোমার ছায়া ছাড়া,
বিশ্বের আলো, সব তুচ্ছ।
তোমাকে ভুলতে নয়,
কেবল আড়াল হতে চাই,
যতক্ষণ না তুমি আসো।
আঁকড়ে ধরে প্রতিটি মুহূর্ত,
তোমার স্মৃতি যে বাঁচায় আমায়।
তবে হৃদয় কিছু চায়–
স্বাধীনতা, একটু নিঃশ্বাস।
না চাওয়ার পরও,
তোমার মাঝে হারিয়ে যাওয়ার ভয়।