তোমার সঙ্গে বাঁধতে চাই একটি সুখের ঘর,
যেথায় আমি হবো বধূ, তুমি হবে বর।
তোমার হাসিতে উঠবে ভরে ঘরের প্রতিটি কোণ,
আমার স্বপ্নগুলো রাঙাবে সেথায় সুখের অনুক্ষণ।

সুখ-দুঃখের ভেলায় ভাসব একসাথে দু'জন,
তোমার বুকেই খুঁজে নেব জীবনের সঞ্জীবন।
ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে তুমি ধরবে আমার হাত,
চলার পথ হবে স্নিগ্ধ, মলিন হবে না রাত।

তোমার সঙ্গে গড়তে চাই এমন স্বপ্নঘর,
যেথায় একসঙ্গে কাটিয়ে দিব অনন্ত প্রহর।
দুঃখের ছোঁয়ায় ঝরবে না কোনো অশ্রুজল,
সুখের আলোয় ফুটবে এক সোনালী কমল।

তোমার সঙ্গে গড়ব এক অমলিন সংসার,
যেথায় ভালোবাসাই হবে মোদের অনন্ত অধিকার।
দিনের শেষে তুমি হবে আশ্রয়ের স্থান,
চোখের কোণে উঠবে ফুটে তৃপ্তির জয়গান।