কালের খেয়ায় ভাসে অভিমান–অভ্যন্তরীণ ক্ষয়,
নীতি মরে গেলে মানুষ কেবল দেহের ছায়া হয়।
মুখোশের শহরে আয়নাগুলো নীরব হয়ে থাকে,
যতই মুছে দাও, দাগ তো তার রয়েই যায় চোখে!
সিংহাসনে শেয়াল বসে, চোরে সাজে রাজা,
সত্য যেন নির্বাক আজ, নিস্তব্ধ তার সাজা।
বাঘের মুখে ঘি ঢালার এখন সেই নীতির যুগ,
সাধু হন অপমান আর ভন্ড পায় মুকুট।
বদলের হাওয়ায় আজ উড়ে গেছে পুরোনো প্রবাদ,
"যে গাছে ফল নাই, সে গাছই পায় সম্মানের স্বাদ!”
যে সত্য বলে, সে হয় নীরব এক কানাগলি,
যে মিথ্যা বলে, সে-ই রাজমঞ্চে পায় কড়োতালি।
যেখানে ছিলো বিশ্বাস, সেখানে আজ সন্দেহের বাস,
মধুর কথার আড়ালে লুকিয়ে বিষাক্ত নিঃশ্বাস।
হরিণের চামড়ায় সিংহের রক্তমাখা থাবা,
দেখেও নিশ্চুপ সভা–সবাই যেন গ্যাঁড়াকলে বাঁধা!
যুদ্ধ যখন অন্তরে, শক্তি হয় অবিনশ্বর,
বুকের গহীনে জ্বলে আগুন, আশার লাল প্রহর।
শত ছিদ্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসবো একা,
সত্যের সামনে মিথ্যে কেবল চিরন্তন এক ধোঁকা।
যে সত্য আজ বিবর্ণ, কাল সে হবে দীপ্তিমান,
অন্যায়ের জয় কেবল ক্ষণিকের আয়োজন!
শত ছিদ্রের ছলনাময় মিথ্যের জাল ছিঁড়ে,
সত্য একদিন দাঁড়াবে এসে দুর্জয় আলো ঘিরে।
নয় মামা, নয় চাচা, চাই আপন আলো,
অন্ধকারে আপোষ নয়, সাহসের মশাল জ্বালো।
আজ না হয়, কাল বা পরশু–একদিন হবেই জয়,
সত্যের পথ ধরেই হবে জীবন আলোকময়!