যখন পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
দেখবে না আশার কোনো আলো,
পিছনে ফিরলে ব্যথার সমুদ্র,
সামনে কেবলই দুঃখের কালো।

যখন থমকে যাবে জীবনের চাকা,
সময়ও যেন হাসে উপহাসে,
নিঃশ্বাসগুলো ক্লান্ত হয়ে পড়ে,
ভবিষ্যৎ ঢাকা পড়ে শূন্যতার আকাশে।

ঠিক তখনই থামো একটুখানি,
শোনো হৃদয়ের নীরব ভাষা,
হয়তো আকাশের ওপারে,
লুকিয়ে আছে নতুন কোনো আশা।

সময়ের স্রোত কখনো থামে না,
বাতাসও বদলায় নিজের মত,
তুমি যদি নিজেই থেমে যাও,
তবে জীবন তোমায় দেবে কোন পথ?

তোমার ভেতরেই আছে আলো,
যা ম্লান হয় না কোনো আঁধারে,
একবার যদি বিশ্বাস করো,
নতুন পথ খুলবেই তোমার দ্বারে!