যে আমায় নরম পেয়ে সস্তা ভেবেছে,
আমি কঠিন হয়ে তার ভাবনার মানে বদলাবো।
যে পেয়েও আমায় চিনতে পারেনি,
তাকে হারানোর বেদনায় বোঝাবো আসল মূল্য।

যারা স্বার্থ ছাড়া আমায় তুচ্ছ মনে করে,
তাদের ছায়া থেকে দূরত্ব গড়ে তুলবো।
নিজেকে নতুন করে ভালোবাসার গল্পে বাঁধবো,
নিজের জন্য সময় নিয়ে জীবনকে সাজাবো।

আমার আত্মা হবে শক্তির সুর,
যেখানে কোমলতার পাশে থাকবে দৃঢ়তার ছাপ।
নিজেকে যত্নে গড়ে তুলবো প্রতিদিন,
নিজেকেই আপন করে আদরে ভরাবো।

সবসময় মনে রাখবো—
আমার সময়, আমার মমতা,
কোনো মূল্যহীন দানে বিলানোর বস্তু নয়।
আমি আমার আপন আলোয় জ্বলবো,
নিজের মুক্তির পথ নিজেই তৈরি করবো।

এখন থেকে আমি শুধুই নিজের!
নিজের প্রেমে, নিজের আলোয়,
নিজেকে নতুন করে গড়ার শপথ নেবো।