একটা ভুলই নয় যে শেষ,
নতুন সুযোগ ঠিক আসবে,
বৃষ্টি শেষে রোদ হাসবে,
আকাশ তার রং পাল্টাবে।
অন্ধকারেও দীপ জ্বলবে,
আশার আলো পথ দেখাবে,
হৃদয় যদি স্বপ্ন আঁকে,
সময় তাকেই রাঙিয়ে দেবে।
তাই থেমো না, ভেঙো না মন,
হতাশা তো ক্ষণিক শুধু,
দুঃখ যতই আসুক পথে,
বিশ্বাসই দেবে সাফল্যের মধু।