যে ভালোবাসার সঙ্গী হতে জানে,
সে কখনো কাউকে দুঃখ দেয় না।
যে সহানুভূতির হাত বাড়ায়,
সে কারো অশ্রু ঝরায় না।
যে সত্যের পথ ধরে চলতে জানে,
সে কখনো মিথ্যার জাল বোনে না।
যে আলোর মাঝে নিজেকে খুঁজে পায়,
সে অন্ধকারে কখনো হারায় না।
যে পথ দেখাতে পারে অন্যকে,
সে কখনো নিজেকে ভুলে যায় না।
যে জীবনের খুশিতে অংশ নেয়,
সে দুঃখে কখনো ছেড়ে যায় না।
যে সবার মাঝে ভালোবাসা বিলায়,
সে কখনো ঘৃণার জন্ম দেয় না।
যে শান্তির কথা বলে দিনরাত,
সে কখনো অশান্তি ছড়ায় না।
যে আশা জাগায় সবার মনে,
সে কখনো হতাশার বীজ বোনে না।
যে ভালো কাজের দিকে ঠেলে দেয়,
সে কখনো নিন্দায় পা বাড়ায় না।