যদি স্মৃতির পাতা উল্টাতে গিয়ে
আমার নামটি হারিয়ে ফেলো,
তবু সন্ধ্যার ঝরা পাতায় খুঁজো,
আমি ছিলাম, আমি থাকবো।

যদি চোখে ভাসে নতুন ছবি,
আমার ছায়া তাতে হয় ম্লান,
তবু নিঃশব্দ রাতে শুনবে তুমি,
আমার ডাকের সেই চেনা গান।

যদি ভালোবাসার রঙ বদলায়,
নতুন কারো ছোঁয়ার মোহে,
তবু একলা সন্ধ্যায় টের পাবে,
আমার কান্না বাতাসে বহে।

আমি মিশে যাবো মেঘের মাঝে,
তোমার বিষণ্ণ চোখের জলে,
আমি জড়িয়ে রবো অলক্ষ্যে,
তোমার নিঃশ্বাসের দোলাচলে।

যদি আমার অস্তিত্ব মুছে যায়,
তবু কুয়াশা হয়ে আসবো ফিরে,
তোমার অবচেতনে লিখে যাবো—
ভালোবাসা হারায় না,
সে থাকে চিরকাল, স্মৃতির নীড়ে।