একটি বিপন্ন সভ্যতার পিঠে দাঁড়িয়ে অদ্ভুত স্বরে হাসছে আয়েশী বিকেল। সত্যিই সে এক বনেদী হাসি-যে হাসির পরাগরেণুতে ঝরে পড়ে পৃথিবীর গোপন ব্যথা! ক্ষমতার আত্মীকরণে বাষ্পের মতো উড়ে যাচ্ছে একেকটি প্রস্ফুটিত সকাল! মহাকালের মুখে কুলুপ এঁটে মানবতার ধ্বজ্বা ধরে টানে বিরহী রাত।
রাতের কালো শরীরে ক্রমশ মিশে যাচ্ছে স্বপ্নস্রোতের মৃদু উল্লাস, আজকালকের প্রেমও নাকি বিপন্ন হতে চলেছে! কে জানে ইতিহাসের গোপন পথের নিগূঢ় রহস্য!
দুঃখ কী! ছায়া জন্মের ইতিহাস নাই বা জানা হল- যদি জানা থাকে মানুষ হওয়ার ইতিহাস!
---------------------
১৪.০৮.২০১৫
মুনশি আলিম
জাফলং, সিলেট