তওবার কথাগুলো রোজ পড়ি কতবার

অনুতাপ জাগে না

লজ্জাও আসে না

গুনাহের কারনে মন কভু কাঁদে না

হেসে হেসে আমি যদি পড়ি আহা শত বার।

লাভ আছে কতটুক

চোখে লাজ যতটুক

লাভ হবে, মনে যদি ব্যথা জাগে

প্রতি দিন পড়া হয় যদিও তা একবার।

আঙ্গুল গিটে গিটে

তাসবীহ দানার সাথে

পড়ে যাই তাড়াতাড়ি শুধু কি তা গুনবার ?

আমি শুনে সংখ্যা

বাজা জোরে ডংকা

দু ঠোঁটে তাওবা আউড়াই বার বার।

মৃত্যু পথ যাত্রী ডেকে আনি হুজুরে

শব্দ থেমে গেছে তাকে বলি ক জোরে

তাওবার হাকিকত জেনে বুঝে যপনা

খোদা তায়ালা কাছে পাবে

পাবে তাঁকে আপনা

তাওবা নয় শুধু পড়া আর শুনবার ।

পাপ তাপ মুছে দেয়

অন্তর ধুয়ে দেয়

আমাদের প্রয়োজন আজ তাকে জানবার।