হেসে খেলে চলছি আমি
মিটিমিটি দেখছি আমি
মুচকি হেসে বলছি আমি
ভাবছি আমি কার কথা ?
পিয়াস পেলে পাচ্ছি পানি
কার দয়া কার দানতো জানি
ক্ষুধার জ্বালায় পাইযে আহার
কত স্বাদের কী যে বাহার
শুকুর কি তাঁর হয় যথা ?
আমি যখন রুগ্ন হই
পেটের ক্ষুধায় কষ্ট সই
মুখের স্বাদ হয়ে যায় দুরে l
যখন আবার সুস্থ হই
তাঁর কথা কি খানিক কই ?
সৃষ্টি কাঁদে করুন সুরে l