সুরমা পারের দুঃখগুলো
নদীর বাঁকে
উজান থেকে ঢলের পানি
কাঁটছে খাকে l
ফাগুন চৈত্রে নদীর তলা
করে খা খা
ঢলের পানি ঊথলে উঠে
তীরের ফাকা l
ভরা নদী উজান পানি
দেয় ভাসিয়ে
হঠাৎ জোয়ার তীরের মানুষ
দেয় ফাঁসিয়ে l
ভরা গাঙ্গে পানি ছেড়ে
পেট বড় কর
শুকনো ঋতু বাঁধ দিয়ে কয়
হয় আমায় ডর l
চলছে জীবন বার মাসে
শুধুই দুখে
পাইনা খাবার শুকনো সময়
মরছি ভুখে l
আজ অনেক দিন পর l দোয়া ভালবাসা সবার জন্য l