বিশ্বের সাথে আজ সব দেশ রুদ্ধ
যত কর হাকাহাকি
বন্ধুকে ডাকাডাকি
আসবে না কেহ আছ যত হও ক্ষুব্ধ।
ঘরকোনে বসে থাক
তিন ফুট দূরে ডাক
পৃথিবীর সব পথ কেন হল বন্ধ
একে ওকে দোষাদোষী
আজও চলে রেষারেষি
এ জাতির ভাগ্যটা বল কেন এত মন্দ?
চোখ ভাল দেখে না যে
ভাল কথা শেখে না সে
রাত দিন চলে আজো দন্দ
সর্দিতে নাক ভরা
খৈলে কান ভরা
মগজে পৌছে না সুবাসিত গন্ধ ।
স্থল জল আকাশে
ঘুরে সে যে বাতাসে
সত পথ ছেড়ে তুমি হয়ে গেলে অন্ধ।
বন্ধু দোস্ত নেই
অন্যের খোঁজ নেই
আরশের দরজাটা খোলা দেখ্
সত্ পথ ডাকিতেছে
মিথ্যা কে হাকিতেছে
এই পথে এলে তুই পাবি নেক ।