রহমতের অনেকগুলো বসন্ত আমি পার করেছি
জীবনের ঝরে গেছে অনেকগুলো সাল
প্রত্যক বসন্তেই রহমতের ফুল ফুটেছে
সুবাস বিলিয়েছে
কুকিল তার মোহিনী সুরে আমাকে আহবান করেছে
আমি যে অন্ধ রহমতের ফুল বাগান আমার চোখে পড়েনি
আমার নাক দু'ছিদ্র সর্দিতে বন্ধ হয়ে আছে
কোন সুঘ্রাণ আমার নাসারন্দ্রে প্রবেশ করতে পারে না
মাঝে মাঝে শ্লেষ্মার পঁচা দুগন্ধ ঠিকই আমার নাকে লাগে !
আমার কানও যে মধুর সুর শোনতে অপারগ
সেতো কর্কশ আর বিকট আওয়াজ শোনতে অব্যস্ত l
আজোওতো বাগানে রহমতের হিম বাতাস বইছে
চারিদিক রহমতের সুগন্ধে সুবাসিত
ঐ শোন কোকিল কত দরদ নিয়ে মিষ্টি সুরে ডেকে যাচ্ছে
আমি যে আজো অচেতন, শুধু ক্ষুধা আর পিপাসায় কাতর
আমার মনে পরোয়ারের ভালবাসার জ্ঞান ধ্যান নেই
হৃদয়ের ব্যাকুলতা আার হাহাকার নেই
অন্তর পাষান মলিনতায় ঢেকে আছে
হৃদের গহীনে প্রিয়তমকে পাওয়ার বাসনা নেই
দেখ কত ফুল আর সুস্বাদু ফলে বাগান ভরপুর
সবাই মিলে একসাথে ঝুড়ি ভরতে থাকলে
এর যে শেষ নেই, এই ভান্ডার যে অফুরম্ত l
এসো অচেতনতা থেকে জাগ্রত হই
চোখ কান নাক পরিস্কার করি
হৃদয়ের সৃষ্টিগত কাম্নার আওয়াজ শুনি
শুধুই বলি হে আল্লাহ আমি শুধু তোমাকে চাই l