শীত সকালে দুরের সফর
ঠান্ডা ভীষম লাগছে গায়
আকাশ নীলে খোয়ায় ঢাকা
সাদায় ঢাকা ডাইনে বায় ।
চলছে গাড়ি আঁধার চিড়ে
মনের খাঁচায় কেমন ভয়
বেহাল দশা মনের কোনে
কেমনে হবে জগত জয় ?
জীবন মায়া ভয়ের ছাঁয়া
সকাল সন্ধা বাঁচার কাজ
মৃত্যুর দিশা কই হারাল
আজ দেখিনা শরম লাজ ।
মৃত্যু যদি এমন ভয়ের
পর কালের ভয় কোথায়
প্রভুর স্মরণ প্রতি দমে
ঔষধ পাবে সব ব্যথায় ।