শাওয়াল এলে কই যে গেল ?
রহমতেরই ছোঁয়ার চিন
ব্যস্ততা আর কত্ত কাজে
যাচ্ছে কেটে রাত্রি দিন l

রোজার মাসে মাফ হল কি
আমার কামাই সব গুনাহ
কত আশার স্বপ্ন দেখি
কত সুখের জাল বুনা l

বরকতেরই নাই ঠিকানা
আমার সকল কাজ কামে
কাজ করে যাই নামের তরে
কোনটি করি ঠিক দামে ?

রোজার শেষে নাজাত লিখা
খোস খবরে ঈদগাহে
প্রশান্তি কি আসছে মনে
খুশির জোয়ার হৃদগাহে  ?

খোদার ভয়ে সুখ আঁধারে
দ"চোখ বেয়ে নামছে জল
দু"হাত তুলে কান্দি শুধু
দু"চোখ পানি টলমল l