শাওয়ালে আজ নেই
কাজে কামে বরকত
ব্যস্ততা বেড়ে গেছে
করি কত হরকত l
রমজানে ছিল দোয়া
প্রভু থেকে রহমত
শাওয়ালে এসে আমি
করে যাই কসরত l
জীবনটা বাধা ছিল
নিয়মের ফ্রেমেতে
মুমিনেরা মজেছিল
খোদা তায়ালার প্রেমেতে
শাওয়ালে আমি কেন
সব কাজে অস্থির
বিশ্বাস দেবে গেছে
আশা নেই স্বস্তির l
মুমিনেরা রোজা ছিল
ভরা ছিল মসজিদত
ইমানের জোর কই
কিসে করি তকলিদ l
মানহীন ইবাদতে
রোজা ছিল প্রাণহীন
জুলুম আর শোষনে
দুখ তাই বাধাহীন