মরুর ঐ ধুলি পথে উটে মুসাফির
রওজায় যায় হেটে দিতে সালাম
হৃদয় আবেগে চোখে অশ্রু বহায়
সওয়াবের আশা পাঠ প্রভুর কালাম l
মন যায় প্রতিদিন ধুলোবালি নিতে
দেহ যেতে বার বার দাও নেয়ামত
একবারো যেতে হেথা দাও তৌফিক
আসে না যে তার আগে ঘোর কেয়ামত l
মেহমান সব আজ মদিনায় ছুটে
মাদিনার পথে শুয়ে প্রিয় ঘ্রান নিতে চায়
সব দিকে মাতুয়ারা ফুলের সুবাস
বেণী যেন খুলে প্রিয়া দেখে ডান বায় l
আরশের দ্যুতি দেখ সবুজ মিনার
রং বদলিয়ে যায় পলকে পলক
প্রেমের কাছে সখা নেই সীমানা
দুর দেশ থেকে দেখি নুরের ঝলক l
তুমি হেথা শুয়ে শুয়ে দেখ আমায়
কখন পাঠাই আমি তোমায় দরুদ
দরুদ সালাম পড়ি প্রতি রাত দিন
তোমার কাছে যেতে নাই যে মুরুদ l
হৃদয়ের আকাশে শোক তারা ভাসে
স্বপনে এসে পাশে দুখ দুরে দাও
সালাম সালাম নবী দরুদ সালাম
তোমার প্রিয় করে অধমেরে নাও l