পুরো পৃথি অাজ যেন হাশরের মাঠ
খালি খালি দেখা যায় পথ হাট মাঠ
সকলের মনে জাগে শুধু ভয় ভয়
করোনা এসে না কি করে দেয় লয়l
ইয়া নাফসি ইয়া নাফসি সব মনে অাশা
হাশরের দিন মাঠে ওরে এই হবে ভাষা
করোনা রোগ এলে রোগী হয়ে যায় একা
আপনের সাথে কারো হয়না যে দেখা
ভাল হলে ফিরে অাসে সকলের কাছে
খারাপের সংবাদ এলে সব কাঁদে পাছে
কাফন দাফনে দেখ কে দেখভাল করে
অাপন জনেরা বন্দি থাকে নিজ নিজ ঘরে
এ কেমন অাজাব অাজ পুরো পৃথি জুড়ে
হাশরের মাঠ দেখ পুরো দুনিয়াটা ঘুরে l
চিন্তা করে দেখ সব হয়ে গেলাম একা
ভয়ে ভয়ে কারো সাথে করিনাকো দেখা
মনে মনে লাজ নিয়ে চল মাওলাকে ডরি
কোরঅানের রং দিয়ে পৃথিবীকে গড়ি
শক্তির রাজা প্রজা অাজ বড় নিরূপায়
কোন দিকে পথ নেই করে হায় হায়
মানুষ মারিতে অাছে তোর কত বোমা
অাসমানী করোনা এল অাজ ভাল করে ঘুমা
খুলে দেখি অাজ আমি সব হিসাবের খাতা
গুনাহে কালো হয়ে আছে সব অামলের পাতা
প্রভু কাছে মাফ চেয়ে আজ মুছে দেই সব
রহমান গাফফার অামার মহীয়ান রব l