লকডাউনে বন্ধ সবই
বন্ধ কি ভাই পেট জ্বালা
বুক ভাসে কার লোনা জলে
কারো দেখ মুখ কালা।
উদাস মনে কেউ বসে ভাই
কারো হাতে দেখ থালা
চাউল চুরি ব্যস্ত কেহ
তার গলে ফের ফুল মালা।
শহর কিংবা শহরতলির
দিনমজুরের চোখের জল
মুছবে দুচোখ হাত বাড়াবে
জাতি পাবে দোয়ার ফল।