কি নেয়ামত মেঘ বাতাসে
কি নেয়ামত চাঁদ আকাশে
ফুল ফলে গাছ ভরা l
কি নেয়ামত মাঠে ঘাটে
কি নেয়ামত জ্ঞানের পাঠে
জীবন সফল করা l
কি নেয়ামত সূর্য হাসে
কি নেয়ামত রাত্রি আসে
ঘুমে কাটে রাত l
কি নেয়ামত সন্ধা নামে
কি নেয়ামত আঁধার থামে
আসলে সুখ প্রভাত l
কি নেয়ামত আহার জলে
কি নেয়ামত সাগর তলে
আহা কত্তো স্বাদ !
কি নেয়ামত দূর গগনে
কি নেয়ামত সুখ লগনে
সৃষ্টিতে নেই খাদ l
প্রিয় অগ্রজ কবি বন্ধুগণ l পুরো সপ্তাহ কাজের চাপে থাকতে হয় l বৃহস্পতি বার রাতে বাসার দিকে বাসে বা সিএনজিতে করে যাত্রা l এই সময়টুকু থাকি বাংলা কবিতার সাথে আপনাদর স্নেহ ছায়ায় l আমার এই সীমাবদ্ধতা মার্জনীয় l