কবর আমার পিছনে সময়ের গতিতে ধাবমান
আমি কখনো লাল জামা গায়ে, কখনো জমকালো সাজে
পার করছি দিন রাত্রি
সেতো নাছোড়বান্দা কোন ভাবেই আমার পিছু ছাড়ছে না
আমাকে সাদা কাপড়ে সে অভিবাদন জানাবে l
সে আমাকে অনন্তকালের জন্য তার বক্ষে ধারণ করবে
সে চায় আমার যাত্রা শুভ হোক
কিন্তু আমি কি প্রস্তুত তার আহবানে সাড়া দিতে ?
আমার সামনেই চলে গেল পিতা
আজ কত মাস কত বছর কোন খবর জানি না
আব্বা নামটি শুনলে হৃদয় হাহাকার করে উঠে
আরশের মালিক ছাড়া কে শুনবে এই কান্নার আওয়াজ ?
এমনি করে একে একে সবাই চলে যাচ্ছে
আমরাও চলে যাব , স্মৃতিগুলো হয়ে যাবে অতীত
সন্তান কয়েকদিন মনে রাখবে আবার সেও অতীত হয়ে যাবে
এভাবেই চলছে যুগ যুগান্তরে l
এই চির সত্যটিকে সবচেয়ে ভুলে যাই, ভুলে থাকি
করব আমার শান্তির ঘুম
অথবা সাপ বিচ্ছুর আখড়া l