হে রমজান
প্রতি বছর রহমতের খাজানা নিয়ে তুমি হাজির হও l
হাজির হও তুমি রহমানের অফুরান ভালবাসা নিয়ে
দরদ ভরা কণ্ঠে আমাকে আহবান করো
এসো কল্যাণের দিকে l
রহমতের ভান্ডার থেকে রহমত তুলে নাও
তুমি কি সাগরের ফেনার চেয়ে বেশী পাপ করে ফেলেছ !
মাওলার ক্ষমা অফুরান l

আমি বছর ঘুরে বার বার ক্ষমার পেয়ালা নিয়ে হাজির হই
তুমি পান করো কাউছারের পানি
ধুঁয়ে নাও হৃদয়ের সব কালিমা
আমি হাজির হয়েছি সব কল্যাণ নিয়ে
মলিনতা আমার মাঝে নেই
কার্পণ্য আমাতে স্থান পায় না l
ঐ দেখ জান্নাতের হুরেরা তোমাকে আহবান করছে
রাইয়ান দরজা খুলে তোমার অপেক্ষায়
তোমাকে স্বাগত জানাতে গিলমানেরা ফুল হাতে দাড়িয়ে
বলছে আহলান ওয়া সাহলান হে প্রিয় সায়েম l
তুমিতো আজ জাহান্নামে যেতে পারবে না
দোজখের দরজা আজ একেবারে বন্ধ.
তাহলে কেন তুমি আমার দিকে আসবে না ?