কেউ হেটে যায় কাবার পথে পথে
মরুর ধুলো মেখে প্রভুর প্রেমিক হতে
কেউ কেউ লিখে শেষে হাজী
কেউ হেটে যায় দেখিতে স্মৃতিগুলো
কেউ যেন যায় হেথা কুড়াতে মুতিগুলো
কেউ সকল কাজের কাজী l
কেঁদে কেঁদে প্রিয় লাব্বাইক রবে
পাপাচার কাঁদে মাফ করো সবে
উম্মাদ ক্যামেরায় ক্লিক
সেলফিতে কারো কেটে যায় দিন
থাকে কিগো রহম দয়া মায়া চিন
দেখে কি রহম ঝিলিক l
কারো কারো চোখে উবে যায় ঘুম
হাতিমে যাবার চেষ্টায় বাড়ে ধুম
হাজরে আসওয়াদে চুমু
কারো কাটে দিন আরামে আয়েশে
কারো কেটে যায় গল্প জুলুসে
নাফস বলে তারে ঘুমু l