ফজর আসে হিম বাতাসে
প্রাণ জুড়িয়ে মন কাড়ে
ফুলের সুবাস যায় ছড়িয়ে
মৌ মৌ মৌ দিল নাড়ে l
পরশ দিয়ে দেয় জাগিয়ে
আর থেকোনা ঘুমের ঘোর
জাগছে আলম ডাকছে পাখি
ঐ খোলে দাও ঘরের দ্বোর l
রাতের শশী দুরের তারা
দেয় হারিয়ে দিন আলো
রাতের কালো যায় ভেগে ঐ
প্রভাত রবি চায় ভালো l
রাতে আসা ফেরেস্তারা
আরশ পানে যায় ছুটে
সঙ্গী হবে দিনে সাথে
তারা আসে সব মোটে l
ফজর আসে পুকুর পাড়ে
পাখ পাখালীর রব উঠে
প্রভুর নামে তাসবিহ পড়ে
রব রব রব তার ঠোঁটে l
চারিদিকে যায় ছড়িয়ে
রিজিক পাবে তার খোঁজে
মানুষ ভাবে তাসবিহ নিয়ে
আসবে রিজিক খোরপোশ l