সবরের চেয়ে বড়
সবরের চেয়ে ব্যাপক
নেই কোন নেয়ামত
ধৈর্য হারা হলে
ধৈর্য নাহি পেলে
জীবনের সুখ শেষ
রাত্রিতে ঘুম শেষ
এসে যায় কেয়ামত l
সব নবী ছিলেনতো
ধৈর্যতে এগিয়ে
নেই তার তুলনা
সাথে নেই উপমা
কেউ কি পেরেছে
তার সাথে হেরেছে
দুখ দিয়ে রাগিয়ে !
আল্লার প্রিয় হওয়া
জীবনে সুখ পাওয়া
ধৈর্যতে আসবে
পদ যদি নাহি পাও
যষ খ্যাতি নাহি চাও
সুখে তুমি হাসবে l
তেল আর তোষামুদে
কিছু যদি পেয়ে যাও
ইতরের বাকি কি
ভেবে ভেবে বলে যাও
পরকাল খোয়ালে !
ঐ পথে হাটেনিকো
পদ যষ চাহেনিকো
জান্নাতে ফল গাছ রোয়ালে l