দান অফুরান
মুন্সি আব্দুল কাদির
আকাশের চার বায়
বৃষ্টিরা ঝাপটায়
গাছপালা বলে যায় হেসে
স্রষ্টার সেরা দান
দয়া তাঁর অফুরান
দিয়েছেন বৃষ্টি খুব ভালবেসে।
ছিল তবে বেশি রোদ
হারিয়েছে চেত বোধ
বৃষ্টিটা এসে দেখ ভরে দিল প্রাণ
ফুল ফলে ভরা মাঠ
শিখে নাও শত পাঠ
জীবনটা ভরে যাবে সুবাসিত ঘ্রাণ।
বৃষ্টিরা হেসে খেলে
উড়ে যায় ডানা মেলে
বাতাসে পানি নিয়ে ছড়ে চার দিক
শুধু
আল্লাহর ক্ষমতা
তাঁর কত মমতা
বল
মানুষেরা কতটুকু বুঝে ঠিক ঠিক?