কোথায় যেন হারিয়ে ফেলেছি স্মুতিময়
শৈশবের সেই সোনালী দিনগুলি,
দল বেঁধে নদীতে লাফালাফি ও সাতার কাটার মুহুর্ত।
কোথায় যেন হারিয়ে ফেলেছি
গ্রাম্য বধুর ঢেঁকিতে ধানবানার সেই
অপরুপ দৃশ্য।
কোথায় যেন হারিয়ে ফেলেছি
সন্ধ্যে বেলায় মসজিদের মিনার থেকে
ভেসে আসা মুয়াজ্জিনের সেই সুমধুর আযানের সুর।
কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি
রাতের বেলায় পুঁথি পাঠের সেই
অতুলনীয় সেই আসরের দৃশ্য।
কোথায় যেন হারিয়ে ফেলেছি
দাদীমার পান থেঁতলানো ডুগডুগির সেই
করুন শব্দ।
কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি
দাদার হুক্কা টানার সেই গড় গড় শব্দের
অপরুপ দৃশ্য।
কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি
গভীর রাতের পালা গানের সেই করুন সুর।
কোথায় যেন হারিয়ে ফেলেছি
বটতলায় বৈশাখী মেলায় ঘুরতে যাওয়ার মুহুর্ত।
কোথায় যেন হারিয়ে ফেলেছি
নদীতে সারি সারি পালের নৌকার দৃশ্য দেখার
অপরুপ মুহুর্ত।
কোথায় যেন আমরা হারিয়ে ফেলেছি
কৃষকের গরু লাঙ্গল দিয়ে জমি চাষের দৃশ্য।
কোথায় যেন আমরা হারিয়ে ফেলেছি
কৃষানীর নতুন ধান মাড়াই করার সেই অপরুপ দৃশ্য দেখার মুহুর্ত।
যান্ত্রিক যুগে এ সবই আজ বিলুপ্ত তবও
স্মৃতির পাতায় হয়ে আছে আজও অম্লান।