তুমি এক সদ্য ফুটন্ত গোলাপের অপরূপ  সৌন্দর্য যাকে দেখলে আমার হৃদয়ের ছোট্ট কুঠুরিতে এক অদৃশ্য আনন্দানুভূতি কম্পন সৃষ্টি করে যায়।

তুমি পূর্নিমার চাঁদের সেই অপরূপ আলো যার আলোতে আমার আধার জীবনে সুখের আলোর প্রতিফলন ঘটে।

তোমার কথা বলার ধরন সাগরের সেই অনিয়ন্ত্রিত ঢেউ যাকে আমি নিয়ন্ত্রণের সাহস রাখিনা শুধু দূর থেকে দেখেই হৃদয় শ্রান্ত হয়।

তোমার হাসি যেন বসন্তের ঐ থোকা থোকা সাদা মেঘ যার দিক একবার তাকালে মন চায় সারাজীবনই তাকিয়ে কাটিয়ে দেই।

তোমায় দেখলে মাঝে মাঝে মনে হয় তুমি ভাদ্রের আকাশ যার চালচলন আজও আমি বুঝতে পারি না।

তুমি প্রায়শই বলো তুমি কবিতা ভালোবাসো কিন্তু কবির প্রতি তোমার অনিহা আমায় বরাবরের মতোই হতাশ করে।

তুমি আমার জন্য বর্ষার ঐ মুষলধারে বৃষ্টি যারসাথে দিন কাটানোর আমার তীব্র আবেগ, তবে ভয়ও হয় তেমন যদি আবার তোমার আমার প্রেমে জ্বর এসে বাঁধা দেয়।

তাও আমি বারে বারেই ফিরে যাই তোমারই কাছে, হয়তো তোমার প্রতি আমার অদৃশ্য মায়া আছে।