তোমার মহাসড়কের মতো ব্যস্ত জীবনে যদি কখনো ট্রাফিক জ্যাম হয় তখন আমায় ডেকো আমি ট্রাফিক পুলিশের মতো সকল সমস্যা সমাধান করে দেবো।

যদি কখনো তোমার মনে আলাদীনের জাদুর প্রদীপের সেই জিন কে দেখার ইচ্ছা হয় তখন আমায় ডেকো আমি তিনটা না তোমার অগনিত ইচ্ছে পূরণ করে দেবো।

কখনো যদি মহাকাশের সেই ধূমকেতু দেখে ইচ্ছে হয় তাকে ছোয়ার কিংবা মনে ইচ্ছে জাগে চাঁদে যাওয়ার তবে আমায় বলবে আমি আকাশের সেই ধূমকেতুকে তোমার হাতে আর চাঁদকে তোমার সাথে বেধে দেবো।

জানি সুন্দর কথা শুধু সাহিত্যে মানায় বাস্তবে না। কিন্তু তুমি তো আমার কাছে সাহিত্য ছাড়া কম না। তোমায় আমি সাজিয়ে রাখবো কলমের আঁচড়ে ঐ সাদা পৃষ্ঠার উপরে।

যেখানে তোমায় আমি রোজ খুঁজি আকাশের ঐ থোকা থোকা মেঘের ভিতরে, কুয়াশাজড়ানো মাঠের শেষ প্রান্তে, বর্ষার বৃষ্টির  প্রত্যেকটি কণায়, শরতের বাতাসে কাশ ফুলের  দোল খাওয়ার মাঝে

সেখানে আমায় দেখলে তুমি বরাবরের মতোই পালাও। কারন ঘৃণা যেখানে প্রকট হয় ভালোবাসা সেখানে সর্বদা দুর্বলতা ছাড়া আর কিছুই দেখাতে পারে না।

যদি তোমার প্রকট ঘৃণা আমার দু্র্বল ভালোবাসাকে হারিয়ে শেষ পর্যন্ত জয় লাভ করে তবে আমায় ডাকার দরকার নেই আমি না হয় দূর থেকেই তোমার দর্শন নিলাম

তোমার প্রকট ঘৃণা আমার দুর্বল ভালোবাসাকে হারিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় আমার দুর্বল ভালোবাসারই হবে কারণ কখনো কখনো হেরে গিয়েও জিতে যাওয়া যায়......