শ্যামা কথা বলতো নিলয়ের সাথে।
কোনো  এক বসন্তে  তাদের  পরিচয় হয়েছিলো।
কত-শত কথা, ঈশারার খেলা জমে উঠেছিলো।
শ্যামা তার শূন্য হৃদয়ে প্রাণের স্পন্দন পেলো।
খেলাটা নেশায় ধরলো।
একটু একটু করে এগোতে থাকলো  সম্পর্ক।
না,,,প্রেম নয়, শ্যামার কাছে
এমন দুঃসাহস  হয়নি কখনো।।

সময় টা সুন্দর  কাটছিলো, নিলয় তাকে পছন্দ করছে
এ-ও বা কম কিসের!
শ্যামা দেখতে  শ্যাম বর্নের,,
কিন্তু বেজায় ভালো মনের।
অল্প বয়স, একটু তো দোলা জাগলো কোমল মনে।।

কিন্তু  নিলয় ভালোবাসার ফাঁদে ফেললো শ্যামাকে।

শত জনের নীতি  বাক্য উপেক্ষা করে এগিয়ে গেলো সম্পর্ক। ধীরে ধীরে তারা নিবিড় হতে থাকলো।।

শ্যামার শূন্য হৃদয়ে প্রেমের বসত গড়লো,
চুটিয়ে প্রেম চলছে।
হঠাৎই নিলয়ের মনে হলো শ্যামাকে আর ভালো লাগছে না তার,
কিন্তু শ্যামাকে সে কিভাবে ফেরাবে!

শুরু  হলো ব্যস্ততার নাটক,
হুম,,  তবে ব্যাস্ততা থেকে অভিনয় টা ছিলো বেশি।
শ্যামা বুঝে গেলো নিলয় আর আগের মতো নেই।
তার তখন আপ্রাণ চেষ্টা নিলয়কে ভুলে থাকার যুদ্ধে ।
কিন্তু ভালোবাসার  কাছে সে অসহায়।
অনেক অনুরোধ করে একটু  দেখা,, এ যেনো অনেক বড়  পাওয়া।
আর  সাথে জুড়লো ফ্রী  লেকচার।
বিনা মূল্যের  এ লেকচারে নিলয়ের চোখে তখন প্রেম দেখতে পেলোনা শ্যামা।

ছলনার ভিরে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন ছিলো।
এটা কি ছিলো?
মোহ!

শ্যামা তার প্রেম, ভালোবাসা  জমিয়ে রেখেছে অনেক যত্ন করে,,,,
কখনো যেনো ঘুনে না ধরে।

থাকুক  ভালোবাসা হৃদয়ে, যেখানে কেউ  তার নাগাল পাবেনা।।