বিশে বিষ কেটে গেলো,
এলো একুশ সালটা মনে হচ্ছে
যুবক।

বলতে পারবোনা যে,
একুশেও
সমস্যাটা যাবে।বয়ে চলেছে
একুশ সালটা।

হ্যা করোনার কথাই বলছি।

ভয়ংকর একটা অভিজ্ঞতা এবং
বাস্তবতার মধ্য দিয়ে আমরা বয়ে বা ছুটে চলেছি।

জানিনা কবে এর শেষ। তবে আমরা
অভ্যস্ত হয়ে গিয়েছি অনেকটা।

তবে অনেকে আমরা প্রিয়
জনকে হারিয়েছি।

পৃথিবীর ইতিহাসে সৃষ্টিকর্তা
মনে হয় এই প্রথম  
এমন বড়ো শাস্তি দিলেন।

তারপরেও আমাদের জীবন
জীবিকার জন্য বের হতে হচ্ছে।

একুশে এসে আমরা কি ভালো কিছু পাবো!

তা হয়তো সৃষ্টি কর্তা জানেন।

তবে আমরা একটা জিনিস
একটু হলেও শিখেছি বা রপ্ত করেছি
তা হলো পরিস্কার পরিচ্ছন্নতা।

হাদিসে  আছে পরিস্কার
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

যা মহানবী বলে গিয়েছিলেন
পনেরো'শ বছর আগে তা
আজ ১০০% প্রমান হলো।

নতুন  বছরে পা দিয়েছি,
আমরা কি পারবো সচেতন হতে!

আমারই পারি যদি একটু সচেতন হই,
আগামীর সন্তানদের জন্য একটা
সুন্দর পৃথিবী রেখে যেতে।

বাস যোগ্য করে যেতে।
আমাদের বিশ্বাস করোনাকেও
আমরা জয় করতে পারবো।

সব শেষে  এটা বলবো যে আমরা  
সুন্দর একটা পৃথিবী গড়তে পারি।

বিশ সাল টা বিষে কেটে গেলো,
একুশে যেনো আমরা আমাদের
বিশ্বকে সুন্দর করে সাজাতে পারি।

করোনার সময় লেখা আপনাদের সাথে শেয়ার করলাম।