হামারা দু বাচ্চা ওধারমে  
হ্যায় আপ বাচ্চাকি তারহা।

মাকে সে আরো বলল উর্দূতে,
বাচ্চাদের পাকিস্তানে রেখে
তার একটুও ভালো লাগেনা।
আমাদের দেখলে তাঁর বাচ্চাদের  
কথা মনে পরে,
আমাদের  পেয়ে সে খুব  খুশি
তাই সে ছুটে আসছেন আমাদের
কে দেখে,
মা দরজার আড়াল থেকেই  কথা বলছিলেন ভয়ে ভয়ে,
পুরোপুরি বিশ্বাসও করতে
পারছিলেননা,
উনি বললেন বাজি কউ ডর নেহি।

মা পাকিস্তানে ছিলেন বহুকাল বাবা এয়ারফোর্স এ  চাকরির সুবাদে।
তাই  মা ভালো উর্দু জানতেন,
মা দরজার  আড়ালে থেকেই কথা বলতেন।
ছোটোবেলায় দেখেছি মা
পুরুষ মানুষের সামনে গিয়ে
কথা বলতেননা।
অমানুষদের মধ্যে উনি একজন
ভালো লোক ছিলেন।
মা বলতেন যুদ্ধে আসা এক
বাবার  কষ্ট  দেখেছি।
উনার  ভাষ্যমতে উনি এই
যুদ্ধ চাননি এবং  আসতেও
চাননি যুদ্ধ করতে,
বাংগালীদের মারতে চাননি।
উনি আরো বলেছিলেন।
১৯৪৭ সাল থেকেই স্বাধীন
বালুচিস্তানের দাবি করে আসছে
এখানের বাসিন্দারা।

চলবে