এরপর থেকে পাক সেনারা
আমাদের নানাবাড়ির দিকে
কোনো গুলি ছুড়তো না।

বহুকাল পর্যন্ত নানা বাড়ি
(নানার শখের বাড়ি)
ক্ষতবিক্ষত ছিলো।
আমরা যখন বুঝতে শিখেছি
তখনও দেখেছি।

আর আমার যখন একটু একটু
কথা ফুটেছিলো,
সারাক্ষণ  গান গাইতাম।
"আমার ছোনাল বাংলা
আমি নোমায় ভালোবাসি" ।
সবাই  ভীষণ মজা পেতো।
তবে  এতো সুন্দর  একটা স্বাধীন  
বাংলাদেশ  পেয়েছি যাঁর জন্য।
সে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তাঁকে জানাই স্যালুট।
সেই আমাদের উদ্ভুদ্ধ করেছেন
এই সোনার বাংলাকে পাবার স্বপ্ন দেখিয়েছেন।
তাই তো আজ সুন্দর একটা বাংলাদেশ পেলাম।
আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
তাঁর কন্ঠ মিলিয়ে  বলতে চাই,
জয়বাংলা।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।

----------------  সমাপ্ত