আমার বিষন্নতা
তোমাকে দিতে চাইনা।

আমার এক আকাশ জ্যোৎস্না
দিতে  চেয়েছিলাম তোমাকে।

শুধু আকাশ নয়
রংধনুর রঙটা  ছুঁয়ে দেবো
তোমাকে চেয়েছিলাম।

আমার বৈশাখী  কালো মেঘ  
তোমাকে দিতে চাইনি,
গ্রীষ্মের তপ্ত গরমে একটু
শীতলতা হতে চেয়েছিলাম।

বরফ ঢাকা তুষার পাহার হয়ে
সূর্য তাপে গলতে চেয়েছিলাম।

শরতের শিউলি আর
কাশবন হতে চেয়েছিলাম।

আমার কষ্ট টা তোমাকে দিতে
চাইনি, আমার ভালোবাসাটা
দিতে চেয়েছিলাম।

প্রবল বর্ষায় বৃষ্টি ভেজা
গোলাপ হতে চেয়েছিলাম
কাটা হয়ে বিঁধতে চাইনি।

৩/১১/২০