কতো কথা কাব্য করে
বলা হলোনা!

হৃদয়ে রেখেছি কিছু কথা
ভীষণ যতনে।

শুনতে যদি চাও
তবে কান পাতো,
শুনতে পাবে।

সাথে সমুদ্রের গর্জন!
ভয় পেওনা,
ওটা আমার কান্নার শব্দ।

আর বৃষ্টি দেখছো,
ওটা আমার অশ্রুজল।

সূর্য  আমার আনন্দ।
চাঁদ  আমার হাসি।
কোনটা বেছে নেবে?