রাত যখন নেমে আসে
আমার জানালায়।


চোখ চলে যায়
ঐ আকাশে।


আষাঢ় মাসে
আকাশ মেঘের
খেলা দেখি,
চোখটি মেলে
ওই গগনে।


চাঁদ কখনো  
উঁকি মেরে
হাতছানি  দেয়
ঐ সে দূরে।


আমি তখন
চুপটি করে
দেখি বসে,
আকাশ বাড়ীর
ব্যালকনিতে।