আমি যেদিন  মুক্ত হবো
সেদিন  ছোঁবো আকাশটাকে।
আর রংধনুকে ছোঁবো
সাতটি রঙ আমায় পাবে।
বেগুনি রঙ স্বপ্ন ছোঁবো।
নীল রঙে জড়িয়ে দেবো
তোর  সারা শরীরে।
নীল নদী  হবো
আসবে আমার কাছে।

আসমানী রঙে চূড়ী হয়ে
রিনিঝিনি বেজেই যাবো।
সবুজ রঙে টিপ হবো
তোর  ঐ কপলে।
হলুদ রঙে ফুল হয়ে
ঝড়ে পরবো তোর  গায়ে।

কমলা রঙে রাঙিয়ে  দেবো
তোর মন, আর ছুঁয়ে দেবো
তোর  কপলে,
একে দেবো চুম্বন।
আর নিয়ে যাবো বৃষ্টি  ভেজা
মাঠে।
সাগর,নদী, পাহাড় হয়ে
মেঘ ছুঁয়ে দেবো,
ভিজবো অঝরে।
পারবো কি মুক্ত হতে!

করোনা কালীন সময় লেখা