আজ একটু বড়োমার গল্প করি,
বড়ো মা মানে আমার  নানীর মা,
সৈয়দ বাড়ীর মেয়ে এবং  সৈয়দ বাড়ীর বউ,
ক্লাসে ফাইভে এবং এইটে বৃত্তি পেয়েছিলেন,
শুনেছি স্কুল  টিচার ছিলেন।

বড়ো বাবা ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার
বড়ো বাবার একটা ঘোড়া ছিলো
আর মোবারক ছিলেন তার ড্রাইভার।

বাবা ঘোড়ায়  চড়ে চেম্বারে যাওয়া আসা করতেন,
Uএকবার একটা মজার কান্ড হয়েছিলো সেটা
শেয়ার করার জন্যই এতোটুকু বলতে হলো  
তাঁদের  পরিচিতি।

বড়ো বাবা আর মা ছিলেন ভীষণ রসিক টাইপের,
তো একবার বড়োমা বাবা কে বললেন
আজ বাজার করে আনবে। সবজিও এনো।

যথারীতি বাবা ভুলে গেলেন,
মাছ আর পান তাঁর ঘোড়ার ড্রাইভার  
বাড়ী দিয়ে গেলেন।

বড়ো মা'ও কম নন,
তিনি গ্রামে থাকেন যেহেতু
সব জোগাড় করে রান্না করে ফেললেন,
কিন্তু বড়ো বাবার সাথে রসিকতা করতে ছাড়লেননা।

সব রান্নার মাঝে পান দিয়ে মাছও রান্না করলেন,
বাবা জিজ্ঞেস করলেন এটা কি দিয়ে রেঁধেছো!?
মা বললেন, "কেনো, তুমি যে সবজি এনেছো ওটা দিয়ে রেঁধেছি।

বাবা এটাকে ভীষন এনজয় করেছিলেন।
এটাতে বোঝা যায় দুজনের মধ্যে
কত মিষ্টি সম্পর্ক ছিলো। তাই সংসারে সুন্দর সম্পর্ক রাখতে স্যাক্রিফাইস টা ভীষণ জরুরী।

তথ্য সংগ্রহ কিছুটা আমার মনিখালা (ছোট্ট খালা)
২১/৯/২0