আমাদের গর্ব আমাদের অহংকার,,,
বড়মামা,মেজোমামা,
"২১ শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দিতে রাজপথে সংগ্রামে নেমেছিলেন,
অসংখ্য ছাত্রছাত্রীদের সাথে আমার দুইমামা ভাষাসৈনিক বড় মামা শামসুলআলম,মেজোমামা নুরুল আলম
মেডিকেলের প্রথম ব্যচ্ আর মেজোমামা ১৯৫২সালে ২য় বর্ষের ছাত্র সংগ্রামে দু'ভাই জড়িত ছিলেন
মেজোমামা ১৯৪৯সালে জগন্নাথে আই এস সি পড়তেন, তখন থেকেই বড়মামাও মেজোমামা একসাথে
সংগ্রামে জড়িয়ে পড়েন ১৯৫১ সালে মেজোমামাও মেডিকেলে ভর্তি হন,
মেজোমামা বলেছিলেন "মাকে মা ডাকবো বলে লড়াই করেছিলাম; প্রান থাকবে কি থাকবে না তখন চিন্তা করিনি,,,,
উনাদের সামনেই বিকাল ৩টায় চোখের সামনে গুলিবিদ্ধ হন শফিউর রহমান,
মামাই হাসপাতালে নিয়ে যান,
যাওয়ার পথে মধ্যেই শহীদ হন শফীউর রহমান.
২২শে ফেব্রুয়ারি মিছিলে অংশ গ্রহন এবং মেডিকেল হোষ্টেলের সামনে নির্মিত প্রথম শহীদ মিনার নির্মাণ কাজেও অংশগ্রহণ ছিলো.
ভাষা আন্দলনে অংশগ্রহণ করায়,
পুলিশের হয়রানিতে পালাতক জীবন কাটাতে
চিকিৎসক হওয়ার স্বপ্ন মুছে যায়। অবশেষে স্কলারশিপ নিয়ে জাপানে ইঞ্জিনিয়ারিং পড়েন।
আজ আমরা বাংলাভাষায় কথা
বলতে পেরে গর্বিত।
এই ভাষার মাসে শ্রদ্ধা ভরে স্বরন করি
তাদের ত্যাগ ও স্মৃতি।।।