অজশ্র কথার ভীরেও
যখন তুমি একদম নিশ্চুপ,
তোমার প্রতি আমার
নিখাদ ভালোবাসাও করে বিদ্রূপ।
আমার অব্যক্ত কথাগুলো করে
তোমার অন্বেষণ,
তোমাকে আঁকড়ে ধরে
বাঁচতে চাওয়ার সকল আয়োজন।
ভয় হয় এই ভেবে,এই
চুপ থাকা যদি
আমার জন্য হয়
মৃত্যুর বারতা?
তবে কি হত্যা করতে
আমার মায়া কে দিচ্ছো নিঃস্বঙ্গতা!
যাকে আমি ধারণ করে লালন করি
পরম যত্নে,
খুব আদর করে আঁকড়ে
রাখি আমার মায়ার গভীরে।
ঝিনুক যেমন মুক্ত কে
আগলে রাখে
পরম মমতায়,
চকচকে থাকে ভালোবাসার প্রভায়।
মুক্ত চাষির হাতে তবুও
হারাতে হয় তার মুক্তা,
তেমন আমিও হয়তো হারিয়ে
ফেলেছি আমার মায়া মমতার সুখটা।