আচ্ছা মেয়ে তুমি কতদিন
তাকে জড়িয়ে ধরোনা,
গায়ের ঘ্রাণ নেওনা,
চুল এলোমেলো করে দিয়ে
আবার পরিপাটি করোনা,
দূরে ঠেলে দেওনি কিন্তু
দূরে যেতে বাধ্য করেছিলো
তা'ও কি তোমার দোষ!
কেনো এমন হলো!
কেনো দূরে সরে যেতে বাধ্য করলে!
তার প্রচন্ড অবহেলা
আর অসম্মান আর অবজ্ঞা
দূরে ঠেলে দিয়েছে
যোজন যোজন দূরে।
এ যেনো বিভীষিকাময় জীবন।
ইচ্ছে করলেই কি
একটু চেষ্টায় স্বর্গ রাজ্য
তৈরি করা যেতোনা!
সুখী হওয়া কি
এতো কঠিন ছিলো!
কেনো পারোনি
একটু আগলে রাখতে,
একটুখানি টেককেয়ার
এটা কি অসম্ভব ছিলো!
তা' তো মনে হয় না।
বারবার তোমাকে শোধরাতে গিয়ে
ব্যর্থ হয়ে ফিরে আশা মেয়েটি
খুব সুখী হতে চেয়েছিলো।
পারেনি, শেষে পর্যন্ত দুঃখী
মেয়েটি দুঃখ পোষে বারোমাস।