তুমি হিন্দু-আমি মুসলমান এটাই শুধু ব্যবধান
তুমি বাঙ্গালী আমি বাঙ্গালী সর্বত্রে এটাই সমান।
সে বৌদ্ধ তারা খ্রিষ্টান সবাই স্বাধীন জাতি
সবাই তো বাঙ্গালী বাংলাদেশী বাংলা মায়ের সন্তান।
আমার মসজিদ তোমার মন্দির সবেই তে হয় উপসনা,
রাত পোহালে চোখা চোখি একই গ্রামে দেখা।
তার গির্জা তাহাদের বিহার সবেই তো একই সুতাই গাঁথা
একই মনের ভিন্ন ধারা, বাঙ্গালির অতিহ্যে সাড়া।
তোমাদের ভগবান- আমাদের রহমান- তার গড- তাদের ঈশ্বর
যিনি সার্বজনীন সর্ব শ্রেষ্ট- তিনি পরম আত্মা অবিনশ্বর।