পুনরায় স্মরণীত আমি
ত্যাগের স্পৃহায়

আবারো আামি জর্জরিত
কালের ক্ষুধায় ।।

আমি আবার উঠেছি লেগে
স্মরণে তোমার

সত্যি তুমি ত্যগের ছিলে
হে প্রভুর গোলাম ।।

ত্যাগে তোমার, খুশিতে প্রভু
করিল আহবান।

যিলহজ্জের প্রতিটা দিন
করিও স্মৃতিচারণ ।।

বছরান্তে ত্যগের দিনে
মোরা সবাই দুঃখি হয়

খোদার দেওয়া নিয়ামতে
উৎফুল্ল আনন্দে ও রয়।