আমি গেয়ে যাব অনন্ত পথিকের গান,
নতুনত্বে দেশ বিদেশে যারা করে গমন।
সংস্কৃতিতে উধ্বগামী
প্রচারিত ধর্মে
কৌশলে সর্বাকার
দূর্দান্ত কর্মঠ
দেয় অন্নের প্রমান।
দুসর মরুভুমি করে পাড়ি নতুনের শুভ যাত্রার।
যারা অভিযাত্রী
ধ্বংসের মূল,
তারাই দূর্দান্ত সাহসীর দল।
ঘৃণিত আমি তাদের নিয়ে
দোহায়ে যারা সহনশীল
দেয় তারা সহনীয় বানী
কাপুরুষের দল।
কর্মে নয় তারা দূর্দান্ত
অভিযাত্রায় দেয় দোহায়
ধ্বংসতে নয়
শান্তিতে গৌরবময়,
তারাই তো ভীরু চাটুকার দল।
ফ্যান রসনায় থাকবে কেন?
আছে তোমাদের সূর্য সম ত্যাজ,
উদ্দিপ্ত কর তোমাদের সেই বীর্য
বিশ্ব যবে করেছিল জয়,
ছিলে তোমরা অকুতোভয়।
জাগিয়ে তোল তোমাদের শৌর্য
কালিমায় লেপে দাও কাপুরুষতা,
তবে আবার হবেই জয়।