নীলিমা তুমি জেগে উঠলে কাঁক ডাকা ভোরে।
জেগে উঠলে তুমি ক্লান্তের গ্লানি মুছে আনন্দগন পরিবেশে।
নীলিমা তোমার হৃদয় কি অম্বর সমান দম্ভপূর্ণ।
গুধুলি লগ্নেও তুমার সুন্দয্য সেই মধ্যাকাশের সূর্যের ন্যায়।
তোমার প্রতিটা বদন-ই নিষ্কলঙ্ক।

তোমার বাকশক্তি হিমালয়ের চুঁড়া
যাহা অর্জনেই দূররসাহসের গৌরবময়।

তবুও ভয় হয়,
সন্ধার পরে না জানি হারিয়ে যাবে অতল গহ্বরে।
বিদ্ধস্ত নীলিমা সেতো কবি বলেছেন,
তবুও রয়ে যাবে মস্ত হৃদয়ে।


                              

                                   (কবিতাটি সম্পূর্ণ কাল্পনিক)
             কারো জীবনের সাথে মিলে গেলে সেটা কাকতালীয় ব্যপার,
                                     এতে কবি দায়ী নয়