আষাঢ় তুমি নিয়ে এলে বারি'র ধারা
তুমি তো কবির কবিতা লিখার সাড়া।
কবি কবিতা লিখে তোমার গুণে,
মাঝি গান গেয়ে যায় আপন মনে।
কৈ চলে আপন প্রাণে,
শৈল ও একই ধারায়,
ফুটাবে বলে নতুনের মুখ;
গাঁয়ের দর্শী ছেলেরা করে দেয় ঝগড়া,
আমি নিয়েছি আগে,তুমি পরে,
তবুও আনন্দে আত্বহারা।
তিমির রাতে গাঙ্গের ব্যঙ্গ-ও হয়ে উঠে বাউলের একতারা,
তাতেই বাউলের গানে মজলিস ভরা।
রাতেই কিঞ্চিত শীতে ঘুমও হয়ে যায় স্বর্গবাস।
তুমি তো বর্ষা হৃদয়ের আনন্দধারা,
প্রেমিক প্রেমিকার প্রেমের পসরা।